
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্ঠার বাসবভনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে একাধিক ছাত্র সংগঠন। এই কর্মসূচিতে অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে রয়েছে ছাত্রশিবির, এনসিপি, জুলাই ঐক্য, আপ বাংলাদেশ, ইনকিলাব মঞ্চ ও ছাত্র আন্দোলন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে সকল সংগঠন ঐক্যবদ্ধ হয়ে যমুনায় অবস্থান নিয়েছেন।
শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ ও দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগাহর নেতৃত্বে অবস্থান কর্মসূচীতে যোগ দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। শিবির নেতাকর্মীদের উপস্থিতিতে যমুনা চত্বর মুখরিত হয় ‘শিবির শিবির’ স্লোগানে। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাত দেড়টায় অবস্থান কর্মসূচি অব্যাহত ছিল। সংগঠনগুলোর নেতারা জানান, তাদের এই আন্দোলন চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবিগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়।