
গত ১১ ও ১২ মে ২০১৮, ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনটি উদ্বোধন করেন।এই সম্মেলনের মাধ্যমে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। সভাপতি: মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক: গোলাম রাব্বানী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণে বলেন ছাত্রলীগকে হতে হবে বঙ্গবন্ধুর আদর্শের বাহক। পড়াশোনায় মনোযোগী হতে হবে এবং নেতৃত্বে শৃঙ্খলা ও সততা বজায় রাখতে হবে। তিনি আরও বলেন, সংগঠনের ঐতিহ্য ধরে রাখতে হলে আত্মত্যাগ ও দেশপ্রেম থাকতে হবে। এসময় ছাত্রলীগের নব নির্বাচিত সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন ছাত্রলীগ হবে মেধাবী, সৃজনশীল, দেশপ্রেমিক ও শৃঙ্খলাপূর্ণ। বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত ছাত্রলীগই আগামী বাংলাদেশ গড়বে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও হানাহানি থেকে বিরত থাকতে ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
সম্মেলনের মূল লক্ষ্য ছিল নতুন নেতৃত্ব নির্বাচন এবং সংগঠনের আগামী দিনের কর্মপন্থা নির্ধারণ করা। সারাদেশ থেকে কয়েক হাজার প্রতিনিধি ও পর্যবেক্ষক এ সম্মেলনে অংশগ্রহণ করেন।