• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:০২ পূর্বাহ্ন
Headline
মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেন বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল ইউকে ও ভয়েস ফর হিউম্যান রাইটস ইউকে। লন্ডনে আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান আওয়ামী লীগের গৌরব ও সংহতির ৭৬ বছর “মব জাস্টিস” এর নামে আওয়ামী লীগ নেতার উপর সন্ত্রাসী হামলা ইরান–ইজরায়েল সংঘাতের সাম্প্রতিক পরিস্থিতি ড. ইউনূস ও তারেক রহমানের ঘনিষ্ঠ অবস্থান রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনা ড. ইউনুসের যুক্তরাজ্য আগমনকে কেন্দ্র করে পার্লামেন্ট ভবনের সামনে প্রতিবাদ ইউনুসের যুক্তরাজ্য সফরের বিরুদ্ধে লন্ডনে জনমত গঠন রাজধানীর বাড্ডায় দুর্বৃত্তের গুলিতে একজন নিহত

ডেঙ্গু প্রতিরোধে কে এম রহমতুল্লাহর জনসচেতনতার আহবান

Reporter Name
সোমবার, ২৬ আগস্ট, ২০১৯

Spread the love

ডেঙ্গু একটি প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ, যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্থিতি মোকাবিলায় মাননীয় সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ জনগনের উদ্দেশ্য বিবৃতি দিয়েছেন এবং সামাজিক সচেতনতা মূলক কাজের আহবান জানান ।

ব্যক্তিগত ও পারিবারিক পর্যায়ে করণীয়:

সপ্তাহে অন্তত একবার যে কোনও পাত্রে জমে থাকা পানি ফেলে দিন (টব, ড্রাম, ফুলের পাত্র, এসির নিচের পানি ধারণকারী পাত্র, ফ্রিজের ট্রে ইত্যাদি)।প্লাস্টিক বোতল, টায়ার, ডাবের খোসা, নারকেলের মালা – এসব জিনিস যেন খোলা জায়গায় পানি ধরে না রাখে, নিশ্চিত করুন।জলাবদ্ধতা যেন না থাকে, সেই দিকে নজর দিন।মশারি ব্যবহার করুন, বিশেষ করে দিনে ঘুমানোর সময়।দরজা-জানালায় মশানেট লাগান। মশা তাড়ানোর ক্রিম, স্প্রে বা কয়েল ব্যবহার করুন।

 সমাজ ও প্রতিষ্ঠান পর্যায়ে করণীয়: জনসচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট, পোস্টার, সেমিনার, মাইকিং ইত্যাদির মাধ্যমে মানুষকে সচেতন করা।স্কুল-কলেজ ও মসজিদে ডেঙ্গু বিষয়ে আলোচনা ও সতর্কতা প্রচার।

গণপরিষ্কার অভিযান (কমিউনিটি ক্লিন-আপ): পাড়া-মহল্লা, স্কুল-কলেজ, অফিস-আদালতে সামাজিকভাবে পরিষ্কার অভিযান চালানো। স্থানীয় প্রশাসন, ছাত্রসংগঠন, এনজিও নিয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ।

মশা নিধনের ব্যবস্থা: সিটি কর্পোরেশনকে নিয়মিত ফগিং ও লার্ভিসাইডিং করতে চাপ দেওয়া।ড্রেন, খোলা পানির রিজার্ভার ইত্যাদিতে বায়োলজিক্যাল বা কেমিক্যাল মশা নিধন উপায় ব্যবহার।

স্বাস্থ্য ব্যবস্থাপনায় করণীয়: জ্বর হলেই চিকিৎসকের পরামর্শ নিন, ও নিজে ওষুধ না খান (বিশেষ করে অ্যাসপিরিন/ব্রুফেন নয়)।স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ডেঙ্গু পরীক্ষা ও রক্তের প্লাটিলেট পর্যবেক্ষণ সুবিধা নিশ্চিত করা।হাসপাতালে ডেঙ্গু ইউনিট, পর্যাপ্ত বেড ও চিকিৎসক থাকা উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd