
২৬ মার্চ, ২০২০ থেকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার থেকে ১০ দিনের জন্য দেশব্যাপী সাধারণ ছুটি (লকডাউন) ঘোষণা করেছে।
সরকারী ও বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, গণপরিবহন বন্ধ রাখা হবে।হাসপাতাল, ফায়ার সার্ভিস, পুলিশ, ও জরুরি পরিষেবাগুলো অব্যাহত থাকবে ।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ বার্তায় বলেন: “যখন যা দরকার, আমরা করব; বিশ্বাস রাখুন” ।
আইনশৃঙ্খলা ও প্রশাসনিক কড়াকড়ি।সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে দূরত্ব বজায় রাখা ও পরিবহণ নিয়ন্ত্রনে ।স্থানীয় প্রশাসনের মাধ্যমে গণজমায়েত নিষিদ্ধ ও চলাচল সীমিত করা হয় ।
সামাজিক প্রভাব ও জনজীবনে প্রভাব। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল এবং টেলিভিশনে জাতীয় পতাকা তোলা সিম্বলিকভাবে মানা হয় ।যানবাহন বন্ধের ফলে ঢাকা নগরীতে জনশূন্য ছবি দেখা যায়, তবে শ্রমজীবী মানুষদের আর্থিক তাগিদে অনেকে কাজ করতে বাধ্য হন ।
এই লকডাউন ছিল বাংলাদেশে কোভিড‑১৯ মোকাবিলার প্রথম বড় পদক্ষেপ, যার মধ্যে সাধুবাদ ও সমালোচনা দু’দিক থেকেই এসেছে।