
২০১৮ সালের ১১তম জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশের আওয়ামী লীগ পক্ষ থেকে ঘোষণা করা “সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ” ইশতেহার (Bangladesh on the March of Prosperity)।
আপনার মূল্যবান ভোট দিন ‘নৌকা’ প্রতীকে। ভোট দিন উন্নয়নের পক্ষে, ভোট দিন সত্যের পক্ষে। আপনার একটি ভোট নির্ধারণ করতে পারে আগামীর বাংলাদেশ।
২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের ২১টি মূল দিকনির্দেশনার মধ্যে উল্লেখযোগ্য
‘আমার গ্রাম, আমার শহর’ – গ্রামে আধুনিক শহুরে সুবিধা ন্যস্ত করা
২. কর্মসংস্থান ও যুবশক্তির উন্নয়নে মনোনিবেশ ৩.দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা ৪. নারী ক্ষমতায়ন ও শিশু প্রশাসন ৫. নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতকরণ ৬. সন্ত্রাস, উগ্রবাদ ও সাম্প্রদায়িকতার রোধ ৭. মেগা প্রজেক্ট দ্রুত বাস্তবায়ন ৮. গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা ৯. দারিদ্র্য বিমোচন ১০. শিক্ষা ও স্বাস্থ্যসেবায় মানোন্নয়ন ১১. ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ১২. শক্তি ও জ্বালানি নিরাপত্তা ১৩. যান্ত্রিক কৃষি ও প্রক্রিয়াজাতকরণ ১৪. স্মার্ট প্রশাসন ও জনবান্ধব আইন রক্ষা ১৫. বৃদ্ধ, প্রতিবন্ধী ও অটিস্টিকদের সুরক্ষা ১৬. রাস্তা নিরাপত্তা নিশ্চিত করা ১৭. মিডিয়া স্বাধীনতা ও তথ্য প্রবাহ সহজতর করা
নির্বাচনী ইশতেহারে আর কোনো গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি
১ বছরের শিশু ও ৬৫ বছরের উপরে সবাইকে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা প্রদান , ইন্টারনেট ও মোবাইল সেবায় সাশ্রয়ী দাম ,নতুন মেডিকেল ইউনিভার্সিটি ও আধুনিক ক্লিনিক ।
প্রতিটি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ, জেলা ও উপজেলা রাস্তায় কংক্রিট নির্মাণ ।
ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারে গণমাধ্যমে অবাধ প্রবাহ নিশ্চিত করা ,নতুন মিডিয়া-বন্ধু আইন ।
ওই ডেল্টা প্ল্যান‑২১০০ ও টেকসই উন্নয়ন লক্ষ্য (SDGs) অনুযায়ী পরিচালনা , GDP বার্ষিক বৃদ্ধির লক্ষ্য ১০%, দারিদ্র্য ২০৪১ সালের মধ্যে রয়ে যাবে না ।
আওয়ামী লীগ সরকার ই বাংলাদেশের মানুষের ভরসার নাম। ৩০ ডিসেম্বর ভোট দিন ‘নৌকা’ প্রতীকে।